ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা পরীমনি। নিজেকে ভেঙে প্রতিবারই ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। অল্প সময়েই এসেছেন আলোচনায়। সম্প্রতি তিনি শেষ করেছেন চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।
চলচ্চিত্রের পাশাপাশি ইতোমধ্যে ফেয়ার অ্যান্ড লাভলী ক্যারিয়ার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়েছেন পরীমনি। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে তার বিলবোর্ড। মঙ্গলবার তিনি তার ফেসবুকের অফিসিয়াল পেজে ছবিগুলো পোস্ট করে লিখেন, জীবনের প্রথম বেতন থেকে তুমি শুধু অর্থই না, অর্জন করবে সম্মান। প্রথম বেতনের এই পথচলায় নারীদের অগ্রযাত্রায় কাজ করছে ফেয়ার অ্যান্ড লাভলী ক্যারিয়ার ফাউন্ডেশন।তুমিও নাও তোমার প্রথম বেতন অর্জনের পদক্ষেপ। লগ ইন করো: www.fairandlovelyfoundation.com.bd’
এদিকে বুধবার( ২০ নভেম্বর) সকালে আরেকটি পোস্টে লিখেন, Good morning Girls, তোমাদের সকলের জন্যে প্রত্যেকটা দিন হোক সুন্দর! ঠিক তোমার নিজের মত! কারণ তুমিই সুন্দর ! তুমিই সৌন্দর্য!
সৌন্দর্যের সংজ্ঞাই হোক তোমার আত্মবিশ্বাস।
আর একটি #না হোক তোমার সচেতনতা।