
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাতে কয়েকটি গ্রামের কয়েক শত পারিবার ও পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার কয়েকটি গ্রামে ও প্রায় কয়েক শত পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেছেন।
১০ এপ্রিল বুধবার কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের বাহারচর গ্রাম ও এর পাশের কয়েকটি গ্রামে সকাল ১০ টায় মসজিদে মসজিদে ঈদের জামাত অনুস্টিত হয়।নামাজ শেষে মুসল্লিদের জিজ্ঞাসা করা হলে তারা বলেন এখানে প্রায় ২শত বছর যাবত এভাবেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। তাছাড়া পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার পাটোয়া ভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামে ও কয়েক শত পরিবার ঈদ উদযাপন করেন।