sliderরাজনীতিশিরোনাম

সোমবার দেশে ফিরছেন রওশন এরশাদ

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ভালো আছেন বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আগামীকাল সোমবার দুপুরে টে রওশন এরশাদ দেশে ফিরবেন।

রোববার দুপুরে থাইল্যান্ডে ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এ কথা বলেন। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ।

তিনি বলেন, পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীদের মধ্যে যাদের সুযোগ আছে তারা যেনো সোমবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকেন।

জি এম কাদের আরো বলেন, যারা সাক্ষাৎ করতে ইচ্ছুক, তারা যেন বিরোধীদলীয় নেতার অনুমতি সাপেক্ষে ও তার শারীরিক অবস্থা বিবেচনায় রেখে যোগাযোগ করেন।


Related Articles

Leave a Reply

Back to top button