মুহাম্মদ আব্দুল জলীল, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার সদর থানাধীন নবগ্রাম ইউনিয়নের অন্তরগত ধলাই-সরুপাই বাজার স্থিতো সমাজের কিছু মানবিক ব্যক্তিবর্গ নিয়ে একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, মানবিক সেবা মুলক মানবিক সংগঠন “মানুষের পাশে ” প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সমাজের বিত্তবান মানবিক মানুষের সহায়তা উক্ত সংগঠনের পক্ষ থেকে প্রতিনিয়ত সমাজের দরিদ্র অসহায় মানুষের ডাকে ছুটে চলে মানবিক সংগঠন “মানুষের পাশে “। তারই অংশ হিসেবে অদ্য ২০-১২-২০২১ ইং সোমবার সংগঠনের দপ্তর সম্পাদক সাকিবুল হাসান স্বাধীন মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের মোঃ সোনা মিয়া সম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু অদ্য সামান্য কিছু টাকার জন্য দরিদ্র মোঃ সোনা মিয়া হাসপাতাল থেকে রিলিজ নিতে পারছেন না, বিষয়টি মানুষের পাশে সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম খান (রিমন) সংগঠনের পক্ষ থেকে ছুটে যান অসুস্থ সোনা মিয়ার কাছে এবং তার রিলিজ করার সার্বিক সহায়তায় জন্য নগদ অর্থ প্রদান করেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশা ব্যক্ত করেন। এ সময় সংগঠনের সভাপতি মজিবুর রহমান মাস্টার এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আইন সম্পাদক এ্যাড রাকিব, দপ্তর সম্পাদক সাকিবুল হাসান স্বাধীন মাস্টার, প্রচার সম্পাদক হৃদয়, সদস্য আলতাফ হোসেন, সদস্য টুটুল মাস্টার সহ অনেকে।
মানুষের পাশে সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম খান (রিমন) এর কাছে জিজ্ঞেস করলে বলেন যে, আমাদের সংগঠনের মুল লক্ষ্যই হচ্ছে- “দুঃখীর মুখে ফোটাবো হাসি অসহায়ের পাশে আমরা আছি ” এই স্লোগানকে সামনে রেখে সমাজের বৃত্তবান কিছু মানবিক মানুষের সহায়তায় সমাজের দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করা। সংগঠনে সাধারণ সম্পাদক সকলের কাছে দোয়া চান যেন আরও বৃহত্তর পরিসরে মানুষের পাশে সংগঠন অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করতে পারে এবং বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাদের প্রতি যাদের আন্তরিক সহযোগিতায় মানুষের পাশে সংগঠন সকল কার্য পরিচালনা হয়।