সোনারগাঁও প্রতিনিধি: সোনারগাঁয়ে ব্যবসায়ী আবুল বাশার কে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেন স্থানীয় কিশোর গ্যাং এর সন্ত্রাসী ফয়েজ এবিষয়ে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী আবুল বাশার অভিযোগ সূএে জানাযায়
মোঃ ফয়েজ (২৬), পিতা- আঃ রাজ্জাক ড্রাইভার, সাং বাড়ি মজলিস (শ্বশুড় মাসুম এর বাড়ী), থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ একজন কিশোর গ্যাংয়ের সদস্য। কয়েকদিন আগে বর্ণিত বিবাদী তাহার সহযোগীদের নিয়া আমার বাড়ীর ভাড়াটিয়াদের মারধর করিয়া মোবাইল ছিনাইয়া নেয়ার চেষ্টা করে। তখন আমি ভাড়াটিয়াদের ডাক চিৎকারে সেখানে গিয়া বিবাদীদের বাঁধা প্রদান করিলে উপরোক্ত বিবাদী সহ তাহার সহযোগী অপরাপর বিবাদীরা আমার উপর ক্ষিপ্ত হয় এবং সুযোগ মত পাইলে আমার বড় ধরণের ক্ষতি করিবে মর্মে হুমকী প্রদান করিয়া চলিয়া যায়। এরই ধারাবাহিকতায় ০৩/০৫/২০২৪ তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় উপরোক্ত বিবাদী সহ অজ্ঞাতনামা ৩/৪ জন বিবাদী তাহাদের হাতে লোহার রড, এসএস পাইপ ও ধারালো ছুরি নিয়া সোনারগাঁ থানাধীন ছোট সাদিপুর গাজীর মাঠ সংলগ্ন আমার বিসমিল্লাহ হোটেল নামক দোকানের সামনে আসিয়া আমাকে অকথ্য ভাষায় গালাগালি করিতে থাকে। তখন আমি দোকান হইতে বাহির হইয়া বিবাদীদের গালাগালি করিতে নিষেধ করিলে ১নং বিবাদী সহ তাহার সহযোগী বিবাদীরা আমাকে এলোপাথাড়ী ভাবে মারধর করিয়া আমার নাকে, মুখে, কপালে, পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। একপর্যায়ে বর্ণিত ১নং বিবাদী তাহার হাতে থাকা ধারালো ছুরি দিয়া হত্যার উদ্দেশ্যে আমার পেটে পোঁচ মারিলে আমি আমার বাম হাত দিয়া ঠেকাই, এতে আমার হাতে কাটা রক্তাক্ত জখম হয়। তখন আমি নিচে পড়িয়া গেলে উক্ত বিবাদী মোঃ ফয়েজ আমার পরিহিত লুঙ্গীর কোচায় থাকা নগদ ৬০,০০০/- টাকা নিয়া যায়। আমার ডাকচিৎকার শুনিয়া আশেপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা সুযোগ মত পাইলে আমাকে খুন জখম করিবে মর্মে হুমকী প্রদান করিয়া চলিয়া যায়। পরে উপস্থিত লোকজন আমাকে আহত অবস্থায় উদ্ধার করিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ, নারায়ণগঞ্জ নিয়া যায়। আমি চিকিৎসা গ্রহণ করি।
এবিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ওসি মহসিন জানান থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।