
আলআমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ : ১৮ সেপ্টেম্বর (সোমবার) সকালে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদ কে আলোক সজ্জায় সজ্জিত করা হয়।
চলছে গ্রামের উন্নয়ন, থাকবেনা গ্রাম শহরের ব্যবধান এই স্লোগান কে সামনে এনে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনি: সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
উক্ত আলোচনা সভা ও র্যালীতে সভাপতিত্ব করেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, চেয়ারম্যান, পিরোজপুর ইউনিয়ন পরিষদ। উপস্থিত ছিলেন ইউপি সদস্য বৃন্দ, ইউপি সচিব ও গন্যমান্য ব্যক্তিবর্গ।