slider

সোনারগাঁয়ে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের এমপি কায়সার হাসনাতের সংবর্ধনা

আলআমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করেন স্থনীয় এমপি কায়সার হাসনাত

বুধবার সোনারগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সালেহা নূর, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রুবাইয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মোঃ সোহাগ রনি সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মোঃ মহসিন,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার,সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল,সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্বা ওসমান গনি,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল,নারায়নগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও থানা কৃষকলীগের আহবায়ক শেখ মোহাম্মদ আলমগীর সহ সকল স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও শিক্ষক শিক্ষিকা এবং কৃতি শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button