sliderস্থানীয়

সৈয়দপুর বিএনপির সভাপতি গফুর, সম্পাদক শাহীন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর ও সম্পাদক শাহীন আকতার শাহীন নির্বাচিত হয়েছেন।

সোমবার (২০ মার্চ) দিনব্যাপী আয়োজিত সম্মেলনে এ কমিটি নির্বাচিত হয়।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোপন ব্যালটে প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়। এতে ৩০৩ জন ভোটারের মধ্যে ২৯৫ জন ভোট দেয়। গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ডা. এ জেড এম জাহিদ হোসেন।

নির্বাচিত সভাপতি বর্তমান জেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শওকত হায়াৎ শাহ।

নির্বাচিত সাধারণ সম্পাদক বর্তমান সদস্য সচিব পৌরসভার কাউন্সিলর শাহীন আকতার শাহীনের প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক।

একইসাথে সাংগঠনিক সম্পাদক হয়েছেন জেলা যুবদল সভাপতি আনোয়ার হোসেন প্রামাণিক। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন উপজেলা বিএনপির সদস্য এম এ পারভেজ লিটন ও মনোয়ার হোসেন মন্টু।

সকাল সাড়ে ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান বক্তা বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকা বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর হোসেন।

জেলা বিএনপির সূত্রে জানা যায়, সর্বশেষ সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয় ২০১৪ সালে। তখন সভাপতি হয়েছিলেন অধ্যক্ষ আব্দুল গফুর সরকার আর সাধারণ সম্পাদক সাবেক এমপি, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মরহুম অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার ভজে।

প্রথম অধিবেশনে অতিথিরাসহ সাবেক বিরোধী দলীয় হুইপ (জাপা) আলহাজ্ব শওকত চৌধুরী, সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাঁ, পঞ্চগড় জেলার এবং সৈয়দপুর কিশোরগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতারা বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান। সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম জনি ও সদস্য সচিব জিয়াউল হক জিয়া।

Related Articles

Leave a Reply

Back to top button