মানিকগঞ্জ : ঈদের তৃতীয় দিন অর্থ্যাৎ মঙ্গলবার (১২ জুলাই) রাত সাড়ে দশটার দিকে মানিকগঞ্জের ঘিওর থানা এলাকার তরা সেতুর দক্ষিণ পাশের আকিজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পাশে সেলফি পরিবহনের চাপায় দুইজন নিহত ও একজন আহত হয়। এ দূর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে অন্য একটি সেলফি পরিবহন ভাঙচুর করে এবং বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকা থেকে আরেকটি সেলফি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। উদ্ধার কাজ ও পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘিওর থানা পুলিশ ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা মাঠে নামে। এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে জনগণ সেলফি পরিবহনের রোড পারমিড বাতিলের দাবী জানায়। সেলফি পরিবহন চলাচলে মানিকগঞ্জ জেলা থেকে রোড পারমিড বাতিলের জন্য জনগণের দাবীর প্রেক্ষিতে মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল লতিফ জানান, পদক্ষেদ গ্রহণ করা হয়েছে। পরিবহণ মালিক সমিতিকে ডাকা হয়েছে এবং পত্র দেওয়া হয়েছে। মালিক সমিতিকে সেলফির ড্রাইভারদেরকে সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য এবং গতি নিয়ন্ত্রণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু এ বিষয়টি আঞ্চলিক পর্যায়ের অর্থ্যাৎ আন্তঃজেলা পরিবহন। সেহেতু রোড পারমিড বাতিলের বিষয়টি বিভাগীয় কমিশনের। সেলফি পরিবহনের রোড পারমিড বাতিলের বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভাগীয় কমিশনে জানানো হয়েছে বলেও জনান তিনি।
এ বছর ২০২২ সালের পবিত্র ঈদুল আযহার আগের দুই দিন এবং ঈদের তৃতীয় দিন সেলফি নামের পরিবহন গাড়ির তিনটি সড়ক দূর্ঘটনা ঘটেছে। ঈদের আগে তরা সেতুর উত্তর পাশের দূর্ঘটনায় মৃত্যু ও আহতের ঘটনা ঘটে। এরপর মুন্নু হাসপাতালের নিকট একা একাই খাদে উল্টে পড়ে থাকতে দেখা যায় আরক সেলফিকে। রাত সাড়ে দশটার দিকে মানিকগঞ্জের তরা কালিগঙ্গা সেতুর উপর দিয়ে একই দিকে পাটুরিয়াগামী মোটর সাইকেলটি ও সেলফি পরিবহনটি যাচ্ছিল। সেলফি পরিবহন পেছন থেকে মোটর সাইকেলটির উপর দিয়ে উঠিয়ে দিলে দুই আরোহী ও চালকসহ পরিবহনের নীচে ভিতরে ঢুকে যায়। তরা সেতুর উপরের মাঝখান থেকে দক্ষিণ পাশের ঢাল পর্যন্ত মোটর সাইকেল সহ ১০০ গজ ছেচরিয়ে নিয়ে চলে যায় পরিবহনটি। এতে ঘটনাস্থলেই মারা যায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষে পড়–য়া ছাত্র জুয়েল মিয়া(২৪) ও তার বন্ধু মোঃ আশিকুর রহমান(২৫)। নিহত দুজনের বাড়ি ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে। এ ঘটনায় আহত হয় আরেক বন্ধু হাসিবুর রহমান অটুট। তার বাবার বাড়ির ঠিকানা গিলন্ড গ্রামে। সে তার নানার বাড়ি রাথুরা গ্রামে থেকে পড়ালেখা করতো। বছর জুড়েই ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ রুটে হরমামেশাই ঘটে চলেছে সেলফি পরিবহনের দূর্ঘটনা। এখন দূর্ঘটনার কথা শুনলেই মানিকগঞ্জের মানুষ নিশ্চিত বুঝে নেয় এটা সেলফি পরিবহন ছাড়া অন্য কোন গাড়ি নয়। মানিকগঞ্জ মহাসড়কে সেলফি পরিবহন যেন এক আতঙ্গের নাম। অনিয়ন্ত্রিত গতি আর ওভারটেকিং এর প্রধান কারণ। ওভার টেকিংয়ের সময় সাপের মতন পেচিয়ে চলে এই গাড়ি। কোন রকম মাথা প্রবেশ করাতে পারলেই অন্যান্য পরিবহন গাড়ি এর কাছে ধরাসাই।