sliderবিনোদন

সেরা অভিনেত্রী মৌসুমী ও মীম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চূড়ান্ত ঘোষণা আসছে আগামী সপ্তাহে। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় আছেন চিত্রনায়িকা মৌসুমী ও বিদ্যা সিনহা মীম। সেরা অভিনেত্রীর পুরস্কারটা এবার যৌথভাবে তাদের দখলে।‘তাঁরকাটা’ ছবির জন্য মৌসুমী, আর মীম পাচ্ছেন ‘জোনাকীর আলো’ ছবির জন্য।
ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত চলচ্চিত্রে সরব উপস্থিতি মৌসুমীর। নায়িকা চরিত্রের গণ্ডি থেকে বের হয়ে চরিত্র অভিনেত্রী হিসেবেও অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও জনপ্রিয়তা পেয়েছেন মৌসুমী।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মৌসুমী বলেন, ‘স্বীকৃতি পেতে সবসময় ভালো লাগে। দেশের সর্বোচ্চ সম্মানা পাওয়ার অনুভূতি সবকিছুর চেয়ে আলাদা। যে চলচ্চিত্রের জন্য পুরস্কারটি পেতে যাচ্ছি সেই চলচ্চিত্রের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো একটি কাজ ছিল।’
চলতি সময়ে রূপালী পর্দার প্রিয়মুখ মীম। বড়পর্দায় এখন নিয়মিতই দেখা যাচ্ছে তাকে। ধারাবাহিকভাবেই চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রসঙ্গে মীম বলেন, ‘স্বপ্নের মতো লাগছে। দায়িত্বটা অনেক বেড়ে গেল। কৃতজ্ঞ ভক্তদের প্রতি। তাদের জন্যই আজকে আমার এই স্বীকৃতি।’

Related Articles

Leave a Reply

Back to top button