সেফটি চেক’ এর জন্য ক্ষমা চাইলো ফেসবুক

পাকিস্তানের লাহোরে আত্মঘাতী বোমা হামলার পর স্থানীয় ব্যক্তিদের জন্য সেফটি চেক টুল চালু করেছিলো ফেসবুক। এই দেখা গেছে বিশ্বের অন্যত্র ব্যবহারকারীরাও এই নোটিফিকেশন পাচ্ছেন।
সিডনি, হনলুলু, ব্রাসেলস, অন্টারিও, কায়রো, হংকং এবং নিউ ইয়র্ক এ ব্যবহারকারীদের কাছে এই নোটিফিকেশন চলে যায়। আর এজন্য ফেসবুক সেসকল ব্যবহারকারীর কাছে ক্ষমা চেয়েছেন। সেফটি চেক হল ফেসবুকের এমন একটি ফিচার যার মাধ্যমে দুর্ঘটনা কবলিত এলাকার মানুষ পরিবার ও বন্ধুদের সম্পর্কে খোঁজ-খবর নিতে পারে পাশাপাশি নিজের অবস্থান সম্পর্কে জানাতে পারে।
রোববার সন্ধ্যায় লাহোর শহরের দক্ষিণ পশ্চিমে গুলশান-ই-ইকবাল নামে একটি পার্কে শিশুদের দোলনার কাছে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নারী ও শিশুসহ ৭০ জনের বেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩০০ মানুষ।
প্রাকৃতিক দুর্যোগে ব্যবহারের জন্য গত বছর ফেসবুকে এই ফিচারটি সংযুক্ত করা হয়।
সুত্রঃ দ্য গার্ডিয়ান/প্রিয়.কম