slider

সেনা প্রধানের পক্ষ থেকে ধামরাইয়ে ঈদ উপহার সামগ্রী পেল ১১০ অসহায় পরিবার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঈদুল আযহা উপলক্ষে সেনা প্রধানের পক্ষ থেকে ঢাকার ধামরাই উপজেলার অসহায় ১১০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান স্কুল ও কলেজ মাঠে সাভার সেনা নিবাসের নবম পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত জিওসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেদ কামাল (এনডিসিপিএসসি) এ ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রতিটি পরিবারকে চিনিগুড়াসহ ৫ কেজি চাল, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই, ১ কেজি লবণ, ২ কেজি আলুসহ ১২ কেজির প্যাকেট দেওয়া হয়। এসময় সাভার সেনা নিবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সানোড়া ইউপি সদস্য আলী হোসেন উপস্থিত ছিলেন।
নবম পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত জিওসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেদ কামাল সংক্ষিত বক্তব্যে বলেন, সবাইকে এক সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার জন্য সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে এ শুভেচ্ছা ঈদ উপহার দেওয়া হলো। একই সঙ্গে সবাইকে সুন্দর ভাবে ঈদ উদযাপন করার আহবান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button