Uncategorized
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম মজুমদারসহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এনিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২২জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১০২জন ও মৃত্যু বরণ করেছে ৭জন।
সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বুধবার (১৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। কিছু দিন আগে তিনি, সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা দিয়ে ছিলেন। বর্তমানে তিনি হোমকোয়ারেন্টাইনে আছেন।
তিনি আরও জানান, কয়েকদিন আগে (ইউএনও)’র গাড়ী চালক মো. আলমগীরও করোনায় আক্রান্ত হন।