sliderবিনোদন

সেই সারা, এই সারা

বলিউডে অভিষেকের আগেই ব্যাপক জনপ্রিয় সাইফ আলি খানের আদুরে কন্যা সারা আলি খান। প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছেন তিনি। আগামী মাসের প্রথম সপ্তাহে ‘কেদারনাথ’ দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করছেন সারা। চলতি বছরের শেষ মাসটিতে দুটো ছবি দিয়ে বিনোদন জগৎ কাঁপাতে আসছেন এ তারকাসন্তান।
সাইফ আলি খানের প্রথম স্ত্রী অমৃতা সিং। তাঁদের ঘরে দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। অভিষেক ছবিতে দর্শকের কেমন সাড়া পান, তা দেখার জন্য মুখিয়ে আছেন সাইফ-অমৃতা। অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবিতে সারার সঙ্গে জুটি বেঁধেছেন সুশান্ত সিং রাজপুত।
তবে বিনোদন দুনিয়ায় প্রবেশের আগে বেশ মোটা ছিলেন সারা আলি খান। ৯৬ কেজি ওজন ছিল তাঁর। সেই ছবি আর এখনকার ছবি দেখে বিশ্বাস করাই মুশকিল, এই কি সেই সারা? আর এসব কথা জানিয়েছেন সারা নিজেই।
আহমেদাবাদ মিররের বরাত দিয়ে বিনোদন সংবাদমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, লেখাপড়া করতে করতেই তাঁর ইচ্ছে হয় বিনোদন জগতে ঢুকবেন। সেখানেই গড়বেন তাঁর ক্যারিয়ার।
‘তখন আমি কলাম্বিয়া ইউনিভার্সিটিতে মাত্র দ্বিতীয় বর্ষে পড়ি, আমার ওজন ৯৬ কেজি ছিল আর সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও ওজন বেড়েই যাচ্ছিল। এক রাতে মাকে বললাম, আমি অভিনেত্রী হতে চাই… এক বছর আগেই আমি আমার কোর্স শেষ করলাম, এক বছরের মধ্যে আমার অতিরিক্ত ওজন কমালাম।’

ইন্ডিয়ান আইডল শোতে সংগীতশিল্পী নেহা কক্করের সঙ্গে সারা। ছবি : সংগৃহীত

সারার সৎমা কারিনা কাপুর খান তাঁকে বলেছিলেন, একদিন অন্যতম উজ্জ্বল তারকা হবেন তিনি। ‘অনেকেই যখন আমাকে মিষ্টি চেহারার বলত, আমি এটাকে তেমন পাত্তা দিতাম না। এটা আমি আমার মা-বাবা, সেরা বন্ধুদের, এমনকি কারিনাকেও বলেছি। বলেছি যে, আমি তারকা হতে যাচ্ছি… হুম, তিনি আমাকে এ বলেননি যে, আমি তা হতে পারব না। কিন্তু একমাত্র দর্শকই সিদ্ধান্ত নেবেন, তাঁরা আমাকে পছন্দ করবেন কি করবেন না’, বলেন সারা।
সৎমা কারিনা সম্পর্কে সারা বলেন, ‘কারিনা কখনো আমার মা হতে চায়নি। সে খুব ভালো, একদম খাঁটি মানুষ। বাবা আমাদের সঙ্গে থাকে না, কিন্তু সে সবসময় আমার প্রয়োজনে পাশে থাকে; আমি তাকে সুখী করি, সে আমাকে সুখী করে। এর মানে আমার মা-বাবা দুজনই আমাকে সুখী রেখেছে; আমি যা করতে চেয়েছি, ভালোবেসেছি, তাই করতে দিয়েছে।’
সাইফ আলি খান ও তাঁর দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুর খানের ছোট্ট আদুরে সন্তান তৈমুর আলি খান। ছোট্ট তৈমুর অন্তর্জাল দুনিয়ায় জনপ্রিয়তম।
ভাই ইব্রাহিম আলি খান ও ছোট ভাই তৈমুরের ব্যাপারেও কথা বলেন সারা। ওই পত্রিকাকে সারা বলেন, ‘দুই ভাই খুব আদুরে ও সমান দুষ্টু। তাদের দুষ্টুমি যদিও আলাদা, কারণ তাদের বয়স ভিন্ন। তৈমুর এখনো শিশু, তার বড় হওয়ার অপেক্ষায় আছি। আর ইব্রাহিমের বয়স এখন ১৮, আমরা খুব ঘনিষ্ঠ। আমার এমন কিছু নেই যা সে জানে না, কিন্তু আমি তার মাত্র ১০ শতাংশ জানি। কারণ সে খুবই মুখচোরা। মা, ইব্রাহিম ও আমি খুবই ঘনিষ্ঠ।’
আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাবে সারার প্রথম ছবি ‘কেদারনাথ’। এর পরই মুক্তি পাবে রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’। এ ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন সারা। ২৮ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। শোনা যাচ্ছে, এর মধ্যেই আরো সিনেমার প্রস্তাব পাচ্ছেন আবেদনময়ী এ তারকাকন্যা। সুত্র: এনটিভি।

Related Articles

Leave a Reply

Back to top button