সু চির মুক্তির দাবিতে রাজপথে শিক্ষার্থীরা
সেনা অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে মিয়ানমারে। এই আন্দোলনে যুক্ত হয়েছেন দেশটির শিক্ষক এবং শিক্ষার্থীরা ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সবচেয়ে বড়ো শহর ইয়াঙ্গুনে একটি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার আন্দোলন হয়েছে। সেখানে সূচির পক্ষে স্লোগান দেওয়া হয় । এদিকে বিক্ষোভে অংশ নেওয়া মিন সিথু নামের এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের প্রজন্মকে এই সেনা স্বৈরশাসকদের দ্বারা ভুগতে দেবো না। ইয়াঙ্গুনের দাগোন বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলেন, দীর্ঘজীবী হন মা সু।
বৃহস্পতিবার মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডলের একটি বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন হয়েছে। সেখান থেকে চারজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে
গত সোমবার সকালে নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী।