মাত্র ২৪ ঘণ্টা ! তারপরই ডিগবাজি খেলেন সদ্য পদত্যাগ করা বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর৷ বোর্ড সভাপতি পদে ইস্তফা দেয়ার পরে মনোহর মন্তব্য করেছিলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিসিসিআই সভাপতি পদে কাজ চালিয়ে যেতে আমার বিবেক নিষেধ করেছে৷ দুটি পদ আমার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব নয়৷’
কিন্তু তারপরই উল্টো সুর গাইছেন তিনি৷ শশাঙ্ক বলেন, তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে৷ যদিও তিনি কারও নাম করতে চান না৷ কাউকে এ ব্যাপারে দোষী করতে চান না৷
মনোহর বলেন, ‘বর্তমান পরিস্থিতি আমার পক্ষে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়৷ আমি কারও নাম করতে চাই না ৷ তবে বলতে পারি আমাকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে৷’
একইসঙ্গে তিনি বলেন, ‘আমি এর বাইরে কিছু বলতে চাই না৷ এই পরিস্থিতিতেও সকলকে সঙ্গে নিয়ে বিসিসিআইয়ের কাজকর্ম দেখতে চেয়েছিলাম৷ আমি কখনই নিজের ভাবমুর্তি নষ্ট করতে চাইনি৷ বোর্ডে অন্যান্য প্রভাবও থাকুক সেটাও চাইনি৷’