sliderস্থানীয়

সুবর্ণচরে পানিতে ডুবে শিশু ও বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে লাইবা জাহান (৫) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
সে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের ভূইয়ার হাটের এলাকার দিলাল’র মেয়ে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার সময় সুবর্ণচরফায়ার সার্ভিসে সদস্যরা শিশুটির মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।
এর আগে একই দিন সন্ধ্যার সময় নিজ বাড়ির পুকুরে পড়ে শিশুটি ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বিদ্যুৎপৃষ্ট হয়ে দেবু সূত্র ধর (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে একই ইউনিয়নের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সে পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের নান্টু সূত্রধর’র ছেলে বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তার বাড়ির বিদ্যুৎ সরবরাহ লাইনে সমস্যা করায় সে নিজে বিদ্যুতের খুঁটিতে উঠে ঠিক করার চেষ্টা করে। পরে শরীরে বিদ্যুতের শক লেগে সে খুঁটির উপরে ঝুলে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) মো.ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Related Articles

Leave a Reply

Back to top button