sliderস্থানীয়

সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত (ওসি) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুন) সন্ধ্যায় চরজব্বর থানা মিলনায়তনে এ মতবিনিময় সভায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ সাংবাদিকদের সাথে সামগ্রীক বিষয় নিয়ে আলোচনা করেন।

দেব প্রিয় দাস এ সময়, নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং,ভূমিদস্যুসহ নানা অসামাজিক বিষয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

ভোরের কাগজের সুবর্ণচর প্রতিনিধি বাবু লিটন চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মো. আলী আক্কাস, দৈনিক দিনকাল সুবর্ণচর প্রতিনিধি মো. আবুল বাসার, মাইটিভির সুবর্ণচর প্রতিনিধি মো. আবদুল কাইয়ুম,  দৈনিক বাংলা ৭১ নোয়াখালী জেলা প্রতিনিধি মোঃ ইমাম উদ্দিন সুমন, আমার সংবাদের সুবর্ণচর প্রতিনিধি আরিফ সবুজ, মানব জমিনের সুবর্ণচর প্রতিনিধি মো. ছানা উল্যাহ, বাংলা বর্ণমালার সুবর্ণচর প্রতিনিধি মো. হানিফ মাহমুদ, দৈনিক বাংলাদেশ সমাচারের সুবর্ণচর প্রতিনিধি ইব্রাহিম খলিল শিমুল, সরেজমিন বার্তার নোয়াখালী প্রতিনিধি আবদুল আজিজ প্রমুখ।

পরে সাংবাদিকরা নবাগত ওসি’কে সুবর্ণচরের সামগ্রিক বিষয়ে সঠিক তথ্য আদান-প্রদানের সহযোগীতা করার কথা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button