sliderস্থানীয়

সুবর্ণচরে আগুনে পুড়ল ৮ দোকান

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে ৮টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আক্তার মিয়ারহাট বাজারের সাইফুল ক্রেকারিজ থেকে বৈদ্যুতিক শর্টসাকিটে আগুনের সূত্রপাত হয়। এতে বকুল স্টোর, শাকিল স্টোর, ফাতেহা মেডিসিন সেন্টার, নিজাম কসমেটিক্স, মাওলানা মেডিসিন সেন্টার, নুর নবী স্টোর, আলমগীর স্টোর, হুদু মিয়ার নুর কপি হাউজসহ ৮টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করে, অগ্নিকান্ডে তাদের এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ মো.নুরুন নবী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। তবে আগুনে ৮টি দোকান পুড়ে যায়।

Related Articles

Leave a Reply

Back to top button