sliderবিনোদন

সুপার মডেল থেকে সন্ন্যাসিনী

হঠাৎ পরিবর্তন। খোলামেলা পোশাকের সুপার মডেল হিসেবে খ্যাতিমান সোফিয়া হায়াত হয়ে গেছেন মাদার সুফিয়া। ধর্মের টানে তিনি গ্ল্যামার দুনিয়া ছেড়ে তিনি এখন ধর্মের পথে চলেছেন।

ব্রিটিশ এই মডেলকে ২০১২ সালে ভোগ ম্যাগাজিন দিয়েছিল ‘কার্ভি আইকন’-এর তকমা৷ ‘এফএইচএম’-এর সমীক্ষার ভিত্তিতে বিশ্বের ১০০ জন ‘সেক্সি’ মহিলার তালিকায় স্থান পেয়েছিলেন সোফিয়া৷ টিভির পর্দার তাকে দেখা গিয়েছিল বিগ বসের সৌজন্যে৷ রোহিত শর্মার প্রাক্তন প্রেমিকা হিসেবেও নাম উঠেছে সংবাদ মাধ্যমগুলিতে৷

কিন্তু, কী এমন হল? মাত্র এক সপ্তাহের মধ্যেই ইনস্টাগ্রামে নিজেকে সন্ন্যাসিনী রূপে তুলে ধরছেন সোফিয়া৷ নিজেকে ‘মাদার সোফিয়া’ বলে দাবি করে দিচ্ছেন শান্তির বার্তা ৷ কারণ খুঁজতেই তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া৷

তিনি যে বদলে যাচ্ছেন, সেটা তিনি বলে দিয়েছিলেন গত এপ্রিলে। তিনি তার ইনস্টাগ্রাম একাউন্টে হৃদয়ে পরিবর্তনের কথা লিখেছিলেন : ‘আমরা মেকআপ… চুল, বর্ণ..ফ্যাশন… ছাড়াই সুন্দর। আমরা আমাদের মতোই নিখুঁত। আমি অন্যভাবে অভিভূত করার জন্য দুঃখিত। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। গাইয়া সোফিয়া মাদার।’

তিনি আরো লিখেছেন, ‌’আমার বয়স যখন ছিল ১৬, তখন আমি বিলাসিতা নিয়ে লোকজনের প্রশংসা করতাম। এখন আমি মনের শান্তির প্রশংসা করি।
এর পর তার মন পরিবর্তন-জনিত অনেক ছবি প্রকাশ করেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button