sliderস্থানীয়

সুনামগঞ্জে ১৬ র‌্যাব সদস্যসহ আরও ২১ জন করোনায় আক্রান্ত

সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৬ জন র‌্যাব সদস্যসহ আরও ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্য আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১, ছাতক উপজেলায় ২, দোয়ারাবাজার উপজেলায় ১ জন ও জগন্নাথপুর উপজেলায় ১ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় ২২ জন র‌্যাব, ২৪ পুলিশ সদস্যসহ মোট আক্রান্ত ১৬৫ জন।
রবিবার রাত সাড়ে ১১টায় সিভিল সার্জন ডা. শামস উদ্দিন এই তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শেষে রবিবার রাত সাড়ে ১১টায় সুনামগঞ্জ র‌্যাব-৯ সিপিবি-৩ এর ১৬ জন র‌্যাব সদস্যসহ সুনামগঞ্জ সদর উপজেলায় ১, ছাতক উপজেলায় ২, দোয়ারাবাজার উপজেলায় ১ জন ও জগন্নাথপুর উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ২৩ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫১ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫১৭৫ জন। আইসোলেসনে গেছেন ১৬৫ জন।
এদিকে এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, আক্রান্ত র‌্যাব সদস্যদের আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে আক্রান্তদের বেশিরভাগই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তারা মাঠে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button