আবু তালহা তোফায়েল, সুনামগঞ্জ : সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে, সুনামগঞ্জ সদর ও আশপাশের উপজেলায় খাদ্য সামগ্রী করে হাউজিং এস্টেট অর্গানাইজেশন ইউকে।
৬ জুলাই (বুধবার) সিলেট শহরের হাউজিং এস্টেটের উম্মুল কুরা একাডেমি থেকে মুফতী আহমাদুল হক উমামার সার্বিক তত্ত্বাবধানে বিকাল ৪টায় সুনামগঞ্জ সদরে পৌঁছে অর্গানাইজেশন টিম।
সুনামগঞ্জের স্থানীয় প্রতিনিধি ত্বাহা মুহাম্মদের সহায়তায় চারশত বন্যার্ত পরিবারে পৌঁছে অর্গানাইজেশনের খাদ্য সামগ্রী।
এসময় উপস্থিত ছিলেন হাউজিং এস্টেট অর্গানাইজেশন ইউকের প্রতিনিধি দিপু, অমর আলী, শামীম আহমদ, রোহিত আহমদ, জাওয়াদ, জয়, সালমান ও ফয়সল প্রমুখ।
.