আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর থানার এসআই মোঃ মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৫৪ বোতল মদসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বরাবর গ্রামের মোঃ রাজু আহমদ (২৬) এবং সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার মধ্যনগর (ছাতারকোনা) গ্রামের মোঃ সোহাগ মিয়া (২৪)।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ডের কর্ণফুলী বাস কাউন্টারের সামনে রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত আসামিদের নিকট থেকে ৫৪ বোতল AC BLACK নামক মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।