slider
সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদ সহ আটক ১

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সদর উপজেলার ওয়েজখালী গুদারাঘাট থেকে ৪০৭ বোতল বিদেশী মদ সহ এক জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। রবিবার দিনগত রাতে অভিযান চালিয়ে ওয়েজখালী গুদারাঘাট এলাকা থেকে বিদেশী মদ সহ তাকে আটক করা হয়। আটককৃত আজাদ হোসেন হালুয়ারঘাট এলাকার কদ্দুস মিয়ার ছেলে। পুলিশ জানায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ইখতিয়ার উদ্দিন চৌঃ নির্দেশনায় এসআই রিয়াজ এর নেতৃত্বে এস আই শাহ আলম এএসআই টিংকু চরন রায় কং/ রোস্তম আলী সহ একটি চৌকস অভিযানিক টিম অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ সহ আজাদ হোসেন কে আটক করা হয়। আটক নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ইখতিয়ার উদ্দিন চৌঃজানান আটককৃতর বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।