sliderরাজনীতি

সুনামগঞ্জে এবি পার্টির মানবিক সহয়তা ও ত্রাণ বিতরণ

সুনামগঞ্জে এবি পার্টির মানবিক সহয়তা ও ত্রাণ বিতরণ

সংবাদদাতা, সুনামগঞ্জ: সিলেট ও সুনামগঞ্জের বন্যা দুর্গতদের মাঝে আমার বাংলাদেশ পার্টির ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে । সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামার চরে বন্যার্ত মানুষকে মানবিক সহয়তা ও ত্রাণ বিতরণ করে এবি পার্টির কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক উপ-কমিটির সদস্যরা। এতে নেতৃত্ব দেন দলের অন্যতম যুগ্ম আহবায়ক ও ত্রাণ বিষয়ক উপ-কমিটির প্রধান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সাথে ছিলেন কমিটির অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, ছাত্র বিষয়ক সমন্বয়ক মুহাম্মদ প্রিন্স, সুনামগঞ্জ জেলার আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক জসীম উদ্দিন, জেলার যুগ্ম আহবায়ক সিরোতাজ জালালী, কেন্দ্রীয় কমিটির সদস্য মেসবাহ মনজুর, খলিল তফাদার, বাবুল আহমেদ, সহ অনান্য নেতৃবৃন্দ।


প্রফেসর মিনার বন্যার্ত মানুষের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সরকার জানতো যে এবছর ভয়াবহ বন্যা হবে কিন্তু অদৃশ্য কারনে কোন কার্যকর ব্যবস্থা নেয়নি।আজকের আপনাদের এভাবে সহয় সম্বল হারিয়ে রাস্তায় জীবনযাপনের দায় এই অমানবিক ও ভঙ্গুর রাষ্ট্রকে অবশ্যই নিতে হবে।এবি পার্টি বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক দল, আমরা আমাদের সাধ্য মোতাবেক আপনাদের পাশে সর্বদা থাকবো ইন শা আল্লাহ।
আলতাফ হোসাইন বলেন, একদিকে জনগণ বন্যায় সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনজাপন করছে, অপরদিকে সরকারের এমপি মন্ত্রীরা আনন্দ উল্লাস করছে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে। এই বন্যায় কতজন আহত, নিখোঁজ বা নিহত হয়েছে তার কোনো হিসাব সরকারের কাছে নেই।বর্তমান সরকার জনবিচ্ছিন্ন হতে হতে হীরক রাজার দেশে পরিনত হয়েছে। এবি পার্টি জনগনের অধিকার ও সমস্যা সমাধানের জন্য নিরলস কাজ করে যাবে ইন শা আল্লাহ।

Related Articles

Leave a Reply

Back to top button