sliderস্থানীয়

সুনামগঞ্জে আরো ৩৪ জন করোনায় আক্রান্ত

সুনামগঞ্জ জেলায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরো ৩৪ জন শনাক্ত হয়েছেন। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৩০৪ জনে। সুস্থ হয়েছেন ৮০ জন, মারা গেছেন ৩ জন এবং আইসোলেসনে আছেন ১৭১ জন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ২৪৮ টি নমুনা গ্রহণ করা হয় এরমধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ছাতক উপজেলার ২২ জন, জামালগঞ্জ উপজেলার ৫ জন, তাহিরপুর উপজেলার ২ জন, দোয়ারাবাজার উপজেলার ৩ জন, বিশ্বম্ভরপুর উপজেলার ১ জন ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন আক্রান্ত রয়েছেন।
এদিকে জেলার ছাতকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। সোমবার পর্যন্ত এই করোনা আক্রান্তের সংখ্যা ২২ জনে এসে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলায় একজন চিকিৎসক, একজন মুক্তিযোদ্ধাসহ করোনা আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। এই ৩ জনই ছাতক উপজেলার বাসিন্ধা। এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৩ জনে এসে দাড়িঁয়েছে। জেলার সার্বিক করোনার অবস্থা বিবেচনায় ছাতক উপজেলায় করোনার ঝুকিঁটা খুবই বেশী বলে ধারনা করা হচ্ছে।
এছাড়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৫ জন, জগন্নাথপুর উপজেলায় ১৭ জন, দিরাই উপজেলায় ৭ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১৪ জন, শাল্লা উপজেলায় ১১ জন, তাহিরপুর উপজেলায় ১৬ জন, জামালগঞ্জ উপজেলায় ১৩ জন, ধর্মপাশা উপজেলায় ১৭ জন, দোয়ারাবাজার উপজেলায় ২৭ জন, এবং সদর উপজেলায় মোট আক্রান্ত ৯৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button