সুদানে দুর্নীতির তদন্তে জান্তা, বশির-সমর্থকদের গ্রেপ্তার

সুদানে সদ্য ক্ষমতাচ্যুত তিন দশকের প্রেসিডেন্ট ওমর আল-বশির সরকারের ঊর্ধ্বতন নেতা ও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সামরিক কাউন্সিল।
আফ্রিকার এই দেশটির সার্বিক দুর্নীতির বিরুদ্ধেই নিজেদের শক্ত অবস্থান তুলে ধরে অন্তর্বর্তীকালীন সামরিক কাউন্সিল জানিয়েছে, এরই মধ্যে দুর্নীতির অভিযোগে বশির সরকারের লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে। আজ সোমবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়।
গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে সামরিক কাউন্সিলের মুখপাত্র মেজর জেনারেল শামস আদ-দিন শান্টোর করা এক সংবাদ সম্মেলনের বরাত দিয়ে বিবিসি জানায়, দেশটির অন্তর্বর্তীকালীন সামরিক কাউন্সিল এরই মাঝে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হলো সেনাবাহিনী ও পুলিশপ্রধানের পদে নতুন কাউকে বসানো, জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সার্ভিসে (এনআইএসএস) নতুন প্রধান নিয়োগ করা।
এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং সাবেক সরকারের লোকজনের দুর্নীতির বিষয় তদন্ত করে দেখা বলে জানিয়েছে সামরিক কাউন্সিল। প্রেসিডেন্ট ওমর আল-বশির গণমাধ্যমের ওপর যে কড়াকড়ি ও নিষেধাজ্ঞা জারি করেছিলেন, সেগুলোও প্রত্যাহার করার কথা বলেছে সামরিক নেতৃত্ব।
দেশটির বিরোধী দলগুলো ও পেশাজীবী সংগঠন এসপিএর নেতৃত্বে গত কয়েক মাস ধরেই বশির-সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছিল। সেই আন্দোলনকারীদের সমর্থন করায় সে সময় সরকার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কিছু কর্মকর্তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কর্মকর্তাদের মুক্তি দেবে সামরিক কাউন্সিল। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় দূত প্রত্যাহারসহ কূটনীতিক বিভিন্ন মিশনের বিষয়গুলো খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে।
দেশটির আন্দোলনরত জনগণের উদ্দেশে সামরিক কাউন্সিলের মুখপাত্র বলেন, বিরোধী দলগুলো জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য যেভাবে একমত হবে, তারা সেভাবেই তা বাস্তবায়ন করবে।
‘আমরা কোনো প্রধানমন্ত্রী নির্বাচন করব না। তারা পছন্দ করবে,’ বিরোধী দল ও আন্দোলনকারীদের উদ্দেশে বলেন মুখপাত্র।
আন্দোলনকারীদের উদ্দেশে মেজর জেনারেল আরো বলেন, তাদের প্রতিবাদে বাধা দেওয়া হবে না। স্বাভাবিক জনজীবন ফেরাতে তাদের আহ্বান জানান তিনি। একই সঙ্গে এও বলেন, আন্দোলনকারীরা যেন অননুমোদিতভাবে সড়ক অবরোধ না করে। সেইসঙ্গে কেউ হাতে অস্ত্র তুলে নিলে বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
কয়েক মাসব্যাপী আন্দোলনের মুখে গত বৃহস্পতিবার এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘকাল ক্ষমতায় থাকা ওমর আল-বশির সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।
দেশটির জনগণ বর্তমানে গণমানুষের সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। জনগণের সরকার বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে বলে জানিয়েছে। আন্দোলনকারীরা বর্তমানে দেশটির রাজধানী খার্তুমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে অবস্থান নিয়েছে।