ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুুন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন ঢাকা জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ সোহেল হায়দার চৌধুরী কবির। বৃহস্পতিবার বিকেলে ধামরাইয়ে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউপি নির্বাচন থেকে সরে দাড়াঁনোর ঘোষণা দেন তিনি। সম্মেলনে সোহেল হায়দার চৌধুরী কবির বলেন, বিএনপি আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না। তাই বিএনপির দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, ধামরাই পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাসুম আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আহাদ মিয়া, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু প্রমূখ।