sliderস্থানীয়

সুগন্ধা নদীতে তেলবাহি জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৫, নিখোজ ৪

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের একটি তেলবাহি জাহাজে বিস্ফোরণ হয়েছে। এতে ৫ জন দগ্ধ এবং ৪ জন নিখোঁজ রয়েছেন। শনিবার দুপুর ২ টার দিকে শহরের পৌর খেয়াঘাট এলাকার সুন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), বেলায়েত হোসেন (৩৫) ও মাইনুর ইসলাম হৃদয় (২৯)। এরা সকলে জাহাজের শ্রমিক।

গুরুতর দগ্ধ ২ জনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকি তিনজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রন করে দগ্ধদের উদ্ধার করে। নিখোজ ব্যক্তিদের সন্ধ্যান চলছে। এখন আগুন পুরোপুরি
নিয়ন্ত্রনে এসেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পেট্রোল ও ডিজেল ভর্তি সাগর নন্দিনি-২ নামের এ জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তীরে অবস্থিত তেলের ডিপোতে তেল খালাস করার জন্য আসে। জাহাজটি নোঙ্গর করা অবস্থায় দুপুরে হঠৎ বিকট বিস্ফোরিত হয়। পরে পুরো জাহাজটিতে আগুন লেগে যায়।
ঝালকাঠি ও ববিশালের ফায়ার সার্ভিসের ৫টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহিদুল ইসলাম বলেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রনে রয়েছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিক ভাবে জানা যায়নি। জাহাজটিতে মাস্টার সহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এরমধ্যে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোজ রয়েছেন জাহাজের ৪ কর্মচারী।

Related Articles

Leave a Reply

Back to top button