
বিকিনি পরে পুলের পাশে বসে রয়েছেন দিশা পাটানি। ওই ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। পুলের পাশে বসে খোলামেলা পোশাকে দিশা যখন ছবি শেয়ার করেন, তা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তার ভক্তরা।
টাইগার শ্রফের সঙ্গে বাগি টু-তে অভিনয় করেন দিশা পাটানি। টাইগারের সঙ্গে ওই সিনেমার পর ২০১৯-এ ভারত-এ দেখা যায় দিশাকে। ভারত-এ সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করেন দিশা পাটানি। তারপর এখনও পর্যন্ত কোনও বিগ বাজেটের সিনেমায় এই অভিনেত্রীকে দেখা না গেলেও, ২০২০-তে মালঙ্গ-এ দেখা যাবে দিশাকে। মালঙ্গ-এর পর সালমান খানের সঙ্গে রাধে-তেও দিশা পাটানির স্ক্রিন শেয়ারের কথা রয়েছে বলে খবর।
সম্প্রতি টাইগার শ্রফ এবং দিশা পাটানি দুজনেই দাবি করেন, তাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া অন্য কোনও সম্পর্ক নেই। শুধু তাই নয়, মুম্বাইতে আসার পর টাইগারই তার একমাত্র বন্ধু। সেই কারণে টাইগারের সঙ্গে অনেক সময় দেখা যায় তাকে। তবে টাইগার বা দিশা নিজেদের সম্পর্ক নিয়ে যা-ই দাবি করুন না কেন, বলিউডের এই জুটির ,সম্পর্কের রসায়ন নিয়ে সব সময়ই অব্যাহত শোরগোল।
সম্প্রতি মুক্তি পায় ওয়ার। এই সিনেমায় হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফ একসঙ্গে অভিনয় করেন। ওয়ার মুক্তি পাওয়ার পরই ৩০০ কোটি টাকার ব্যবসা করে বক্স অফিসে। এই সিনেমায় হৃত্বিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে, তার স্বপ্ন পূরণ হয়েছে বলেও জানান টাইগার শ্রফ।