sliderবিনোদন

সুইমিংপুলে উষ্ণতা ছড়ালেন লাস্যময়ী নুসরাত : ছবি ভাইরাল

বলিউডের নবীন তারকা নুসরাত বারুচা, মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন তিনি। সেখানে গিয়ে প্রকৃতির অপরূপ শোভার মধ্যেই নিজের সৌন্দর্য মেলে ধরেছেন তিনি।
ছুটি উপভোগের সেই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শুক্রবার (১৩ ডিসেম্বর) পোস্ট করেছেন নুসরাত। তার পরই তার প্রোফাইল ভিড় বাড়িয়েছে নেটদুনিয়া।
মলদ্বীপে ছুটি কাটানোর সময় কখনও তাকে দেখা যাচ্ছে বোটের উপর লাস্যময়ী ভঙ্গিতে পা ছড়িয়ে বসে থাকতে। তখন তার চোখে সানগ্লাস আর গায়ে প্রিন্টেড লাল বিকিনি। আবার কখনও তাকে সুইমিং পুলে দেখা যাচ্ছে ম্যাজেন্টা রঙের বিকিনি পরে। সুইমিংপুলের পানিতে ভাসতে ভাসতে তাকে খাবার খেতেও দেখা যাচ্ছে। সদা হাস্যময় মুখে তার এই সব ছবিতেই এখন মজেছে নেটদুনিয়া।


২০০৯ সালে ‌‘কাল কিসনে দেখা’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ হয় নুসরাত বারুচার। ‘প্যায়ার কা পাঞ্চনামা-২’ ছবিতে তার অভিনয় নজর কেড়েছিল দর্শকের।

Related Articles

Leave a Reply

Back to top button