sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

সুইজারল্যান্ডে কোয়ারেন্টাইনে আড়াই হাজার শিক্ষার্থী

পার্টি করার জের ধরে করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঘটায় সুইজারল্যান্ডের প্রখ্যাত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
লুজানের এএইচএল হসপিটালিটি ম্যানেজমেন্টের স্কুলের এসব শিক্ষার্থীদের ওপর বুধবার স্থানীয় কর্তৃপক্ষ কোয়ারেন্টাইন আরোপ করে বলে এএফপি’র খবরে বলা হয়েছে।
ওয়াদ অঞ্চল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্কুলটি’র মোট সংখ্যার প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থীকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িতে অবস্থান করতে অথবা ক্যাম্পাসের বাইরে বের না হওয়ার জন্য বলা হয়েছে।
হোটেল ম্যানেজমেন্ট সংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ইএইচএল বিশ্বের মধ্যে অন্যতম। সেখানে তিন বছর মেয়াদি স্নাতক করতে বিদেশি শিক্ষার্থীদের গুনতে হয় ১ লাখ ৬০ হাজার ডলার।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে এখনো বেশ কিছু বিধিনিষেধ বহাল রয়েছে। এক ‘শ জনের বেশি জনসমাগম দেশটিতে এখনো নিষেধ। মাস্ক পরাও বাধ্যতামূলক।
৮৫ লাখ জনসংখ্যার সুইজারল্যান্ডে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৭২ জনের।

Related Articles

Leave a Reply

Back to top button