sliderস্থানীয়

সীমিত সম্পদ কাজে লাগিয়েই সরকার উন্নয়ন করে যাচ্ছে : আমির হোসেন আমু

মোঃ শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি : ‘আমাদের দেশে প্রতিনিয়ত ঝড় এবং বিভিন্ন রকম ভাঙন হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন এলাকা। আর বেশি ক্ষতিগ্রস্ত এলাকার সমস্যার সমাধান দ্রæত করা হয়, যাতে করে পরবর্তীতে সেই এলাকার বেশি ক্ষতি না হয়। আমাদের সম্পদ সীমিত এবং সেই সীমিত সম্পদকে কাজে লাগিয়েই আওয়ামী লীগ সরকার উন্নয়নমূলক কাজ পরিচালনা করে যাচ্ছে।’ ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগ এর নতুন অফিস ভবন নির্মাণ কাজ এর ভিত্তিপ্রস্তর উন্মোচন করে প্রধান অতিথির ভাষনে এসব কথা
বলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,
১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিফলক উন্মোচন করে কাজের উদ্বোধন করেন তিনি। প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৩২ লক্ষ টাকা। তবে প্রাথমিক পর্যায়ের
প্রথম তলার কাজের জন্য ৩৯ লক্ষ টাকা ব্যায় করা হবে।

ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ্ আলম, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মজিবুর রহমান, বরিশাল সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন।

Related Articles

Leave a Reply

Back to top button