নাজিম উদ্দিন,সিলেট: দীঘদিন ধরে সিলেট তামাবিল সড়কে চোরাচালান ব্যবসা চলছে। সরকার আসে সরকার পরিবর্তন হয় কিন্তু আজ পর্যন্ত এই অবৈধ ব্যবসা বন্ধ হয়নি।
বিগত সরকারের সময় সিলেট— তামাবিল সড়কে চোরা চালান এর ব্যবসা ছাত্রলীগ যুবলীগের নিয়ন্ত্রণাধীন ছিল। বর্তমানে এই চোরাচালানীর ব্যবসা সিলেট তামাবিল সড়কে নিয়ন্ত্রন করছেন একজন ইউপি চেয়ারম্যান। শেখ হাসিনা সরকারের পতন হলেও এই সড়কে তার দোসররা অপর একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় চোরাচালান ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে নির্ভরযোগ্য সুত্র তা নিশ্চিত করেছে ।
বিগত সরকারের আমলে সিলেট তামাবিল সড়কে ভারতীয় চিনি চোরাচালান সহ বিভিন্ন মাদক দ্রব্য পুলিশ ও ক্ষমতাসীন দলের ছাত্রলীগ যুবলীগ এর নিয়ন্ত্রণে ভারতীয় সীমান্ত থেকে সিলেট তামাবিল সড়ক দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত্রে চলে যেতো। ক্ষমতার পালাবদল হলেও আগের চোরাচালানি চক্রের সদস্যরা এখনো বহাল তবিয়তে থাকায় আজও সিলেট তামাবিল সড়কে চোরাচালান ব্যবসা বন্ধ হয়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে ওই ইউপি চেয়ারম্যান তার নিয়ন্ত্রনে লাইনম্যান রেখে সিলেট তামাবিল সড়কে চোরাচালান ব্যবসা চালিয়ে যাচ্ছে।