
আবু তালহা তোফায়েল, সিলেট : ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর এর সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
১৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ২টায় নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের আহ্বায়ক হাফিজ জাকির হোসাইন এর সভাপতিত্বে ও সদস্য সচিব সালাহ উদ্দিন, লুকমান হাকিম ও আবু তালহা তোফায়েল এর যৌথ পরিচালনায় সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি আব্দুরব ইউসুফী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রেদোয়ান মাযহারী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক সা’আদ বিন জাকির, সিলেট বিভাগীয় সম্পাদক আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব তাফাজ্জুল হক আজিজ, সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি আতাউর রহমান কোম্পানিগঞ্জী, সিনিয়র সহ-সভাপতি নূর আহমদ কাসেমী, নুরুল ইসলাম বৌলগ্রামী, কুতুব উদ্দিন, আব্দুল হাই, সাধারণ সম্পাদক মুফতী এবাদুর রহমান কাসেমী, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ, মাহমুদুল হাসান প্রমুখ।
কাউন্সিলে বক্তারা বলেন, এদেশের আপামর ছাত্র জনতার আদর্শিক কাফেলার নাম ছাত্র জমিয়ত, দেশের যেকোনো অঞ্চলে যেকোনো দূর্যোগে আপামর ছাত্র জনতার পাশে দাঁড়াবে ছাত্র জমিয়ত। গেলো কিছুদিন পূর্বে যাত্রাবাড়ী মাদ্রাসার ছাত্র হাফিজ রেজাউল হত্যা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচারের দাবি করে আসছি এবং এখনও করছি, পাশাপাশি ঢাবির বাংলা বিভাগের হিজাবের বিরুদ্ধে নোটিশ জারির নিন্দা জানাচ্ছি।
কাউন্সিলে হাফিজ জাকির হোসাইনকে সভাপতি, সালাহ উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মিসবাহ আহমদ রোকনকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি রেদোয়ান মাযহারী।