sliderস্থানীয়

সিলেটে বন্যার্তদের মাঝে জামেয়া মাদানিয়া বারিধারার নগদ অর্থ বিতরণ

গোয়াইনঘাট, সিলেটে : সিলেটে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করে রাহবরে মিল্লাত আল্লামা নূর হোসাইন কাসেমী রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত জামেয়া মাদানিয়া বারিধারা।
০১ জুলাই (শুক্রবার) সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরে উপজেলার প্রায় দুই শত পরিবারে নগদ অর্থ বিতরণ করেন বারিধারা মাদ্রাসার শিক্ষা সচিব ও শায়খুল হাদীস মুফতী মকবুল হোসেন কাসেমী।
গোয়াইনঘাট হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে ও হাফিজ জাকির হুসাইনের পরিচালনায় মকবুল কাসেমী বলেন, রাহবরে মিল্লাত আল্লামা নূর হোসাইন কাসেমী রাহিমাহুল্লাহ জামেয়া মাদানিয়া বারিধারা প্রতিষ্ঠা করেছেন শুধুমাত্র তালিমের জন্য নয়, বরং তরবিয়ত, খেদমত খালক এমনকি জাতীয় পর্যায়ের কোনো বিপর্যয়ে এগিয়ে আসার জন্য, উম্মাহর দুর্দিনে পাশে থাকার জন্য।
এসময় উপস্থিত ছিলেন বারিধারা মাদ্রাসার সিনিয়র শিক্ষক জমিয়ত নেতা মাওলানা জয়নাল আবেদীন, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জমশেদ আলী কাসেমী, বারিধারার মুহাদ্দিস মাওলানা আবু বকর কাসেমী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা আবুল হাসানাত, সাংবাদিক আবু তালহা তোফায়েল প্রমুখ।
উল্লেখ্য যে, সিলেটের গোলাপগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট উপজেলা ও সুনামগঞ্জ জেলায় নগদ অর্থ প্রায় ১২ লক্ষ টাকা বিতরণ করে জামেয়া মাদানিয়া বারিধারা।
.

Related Articles

Leave a Reply

Back to top button