sliderস্থানীয়

সিলেটে ছাত্র জমিয়তের বর্ধিত সভা সম্পন্ন

আবু তালহা তোফায়েল,সিলেট : ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে সিলেট বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে।

১৫ই আগস্ট (মঙ্গলবার) বিকাল ৩টায় শাখার আহ্বায়ক হাফিজ জাকির হুসাইন এর সভাপতিত্বে ও সদস্য সচিব সালাহ উদ্দিন এর পরিচালনায় উপজেলা প্রতিনিধিদের সাথে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় সিলেট জেলা উত্তর এর আওতাধীন পাঁচ উপজেলা জৈন্তা, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার কাজের সাংগঠনিক রিপোর্ট শুনানো হয় পাশাপাশি উক্ত ৫ উপজেলায় কাজের রোড ম্যাপ তৈরী করে। জেলা ছাত্র জমিয়তের কাউন্সিলের সম্ভাব্য তারিখ ও স্থান নির্ধারণ করা হয় যা উর্ধ্বতন ফোরামের সাথে আলোচনাপূর্বক পরবর্তীতে গণমাধ্যমে জানানো হবে বলে জানা যায়।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন, জেলা উত্তর ছাত্র জমিয়তের যুগ্ম আহ্বায়ক মিসবাহ আহমদ রোকন, সদস্য আবু তালহা তোফায়েল, আব্দুল্লাহ মাহফুজ, আব্দুল্লাহ হুসাইন, হাফিজ হুসাইন আহমদ জাহেদ, মুশাহিদ আহমদ, আব্দুল কুদ্দুস মিসবাহ, আব্দুল আহাদ রাসেল, আব্বাস উদ্দিন, ইমাম উদ্দিন, জহিরুল ইসলাম, রুহুল আমিন রুবেল, মুশাররফ হোসেন, রেজাউল হক, জুনাইদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।

Related Articles

Leave a Reply

Back to top button