মেসবাহ মনজুর, সিলেট থেকে : উপর্যুপরি বন্যায় বিপর্যস্ত সিলেটের অসহায় মানুষের পাশে থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে গঠিত রাজনৈতিক সংগঠন আমার বাংলাদেশ পার্টির উদ্যোগে প্রতিদিনের মতো আজ শুক্রবারও সিলেটের সুনামগঞ্জে ত্রাণ বিতরণ করা হয়েছে।
গত সোমবার এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ত্রাণ টিমের আহবায়ক ডাঃ মেজর (অবঃ) অধ্যাপক আব্দুল ওহাব মিনার এবং কেন্দ্রীয় ত্রাণ টিমের সদস্যসচিব মো: আলতাফ হোসাইন সিলেটে এসে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন।
এরপর থেকে সিলেট নগরীর বিভিন্ন হাউসে জেনারেটর দিয়ে পানি তোলার ব্যবস্থা, বিদ্যুৎহীন বাসাগুলোতে মোমবাতি ও দেয়াশলাই বিতরণ, নগরীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার সুনামগঞ্জ জেলা এবি পার্টির আহবায়ক সাংবাদিক জসিম উদ্দিনের নেতৃত্বে সুনামগঞ্জের বিভিন্ন গ্রামে প্রায় তিনশত পরিবারে ফুড বিতরণ করা হয়।
গতকাল রাত সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলা আহবায়ক এর কাছে পার্টির ত্রাণ হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাউথ আফ্রিকার সমন্বয়ক মিসবাহ মনজুর, জেলা এবি পার্টির সদস্যসচিব এডভোকেট হোসাইনুর রহমান লায়েস, শরীফুজ্জামান চৌধুরী, ইঞ্জিনিয়ার আশরাফ, আহমদ খলিল তাপাদার, যুব নেতা বাবুল আহমদ সহ সিলেট জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ।