সিরিয়ায় মার্কিন জোটের আবার নির্বিচার হামলা: ২৭ ব্যক্তি নিহত

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আবারো দুই ডজনের বেশি ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে আটটি শিশুও রয়েছে।
সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা এসওএইচআর জানিয়েছে, জোটের জঙ্গিবিমান গতকাল (শুক্রবার) ইউফ্রেটিস নদীর পূর্ব-তীরে অবস্থিত আল শাফা গ্রামে বোমা বর্ষণ করলে এসব ব্যক্তি নিহত হয়। এসওএইচআর প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, আল শাফায় আজ সকালে অন্তত ২৭ ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া, হামলায় আরো বহু ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, নিহত বেসামরিক ব্যক্তিদের মধ্যে আটটি শিশুও রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার দুইদিন পর এসব ব্যক্তির নিহতের খবর এলো।
২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার কিংবা জাতিসংঘের অনুমোদন ছাড়াই সিরিয়ার ওপর বিমান হামলা চালিয়ে আসছে। তারা দায়েশের বিরুদ্ধে হামলা চালাচ্ছে বলে দাবি করলেও এ পর্যন্ত মার্কিন নেতৃত্বধীন জোটের হামলায় দায়েশের বড় কোনো ক্ষয়ক্ষতির নমুনা দেখা যায় নি। বরং বেসামরিক লোকজন নিহত হয়েছে এবং দায়েশকে উল্টো সহযোগিতা করার বহু খবর বের হয়েছে।
পার্সটুডে