sliderদূর্ঘটনাশিরোনাম

সিরাজগঞ্জে কলেজের নির্মাণাধীন গেটের প্রাচীর ভেঙে নিহত ৪

সিরাজগঞ্জের তাড়াশ কলেজ বাউন্ডারির নির্মণাধীন গেটের প্রাচীর ভেঙে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে দিকে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার তালম ইউনিয়নের গাবগাড়ী গ্রামের তোজাম্মেল হক (৫৫), বস্তুল গ্রামের রাশেদুল (৩৫), নাটোর জেলার সিংড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আশিফ (২৭) ও আয়নাল (৪৬)।
তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্বাসউজ্জামান ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী কলেজের বাউন্ডারির গেটের নির্মাণকাজ চলছিল। ওই কলেজ মাঠের পাশে গুল্টা বাজারে সাপ্তাহিক হাট ছিল। বিকেল সোয়া ৩টার দিকে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের ওপর নির্মাণাধীন ওই গেট হঠাৎ ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আহত হন অন্তত ৬ জন।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান পূর্বপশ্চিমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছেন বলে জানতে পেরেছি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button