সিপিএলের ম্যাচ দেখা যাবে ফেসবুকে

শনিবার থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) চতুর্থ আসর। এবারের আসরে দর্শকদের কথা মাথায় রেখে ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছে টুর্নামেন্টটির আয়োজকরা। প্রথমবারের মতো এবারের সিপিএলের ম্যাচ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখার ব্যবস্থা করতে যাচ্ছেন তারা।
এমনটা হলে ফেসবুকে সরাসরি খেলা দেখার ব্যবস্থা করা প্রথম ঘরোয়া টুর্নামেন্ট হিসেবে স্বীকৃতি পাবে সিপিএল। জানা গেছে পৃথিবীর ৪০টি দেশে সরাসরি খেলা দেখার ব্যবস্থা করতে যাচ্ছে তারা।
তবে এই খবরে খুশি হওয়ার কিছু নেই বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের। কারণ এই ৪০টি দেশের মধ্যে বাংলাদেশ নেই।
তাই সিপিএলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা সাকিব আল হাসানের দলের ম্যাচ ফেসবুকে দেখতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষেরা।
এবারের আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।