sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দলের জয়

সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) জয় পেয়েছে। দলটি ৯৩টি সংসদীয় আসনের মধ্যে ৮৩টিতে জয়লাভ করেছে।
রির্টানিং অফিসার তান মেং দুই শনিবার এ কথা জানান। দলটি নির্বাচনে ৬১ দশমিক ২৪ শতাংশ ভোট পেয়েছে। এর আগে ২০১৫ সালের নির্বাচনে পিএপি ৬৯ দশমিক ৮৬ শতাংশ ভোট পেয়েছিল।
বিরোধী ওয়ার্কাস পার্টি ১০টি আসন পেয়েছে। ২০১৫ সালে দলটি ছয় আসন পেয়েছিল।
শুক্রবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ৯৩টি আসনে ১১ টি রাজনৈতিক দল থেকে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রধানমন্ত্রী লী সিয়েন লুং এক সংবাদ সম্মেলনে বলেন, পিএপি যে পরিমাণ ভোট পেয়ে জিতেছে তা তার প্রত্যাশার চেয়ে বেশি নয়। বরং এই ফলাফল পিএপি’র প্রতি ব্যাপক জনসমর্থনেরই প্রতিফলন।
পিএপি’র সেক্রেটারি জেনারেল লী আরো বলেন, আমি জনগণের এই রায় দায়িত্বের সঙ্গে কোভিড- ১৯ মোকাবেলা এবং অর্থনীতির ঘুরে দাঁড়ানোর কাজে ব্যবহার করবো।

Related Articles

Leave a Reply

Back to top button