sliderস্থানীয়

সিঙ্গাইরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় পারিবারিক কলহের জেরে সুমাইয়া (১৮) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তালেবপুর ইউনিয়নের ইরতা কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া উপজেলার গোবিন্ধল গ্রামের ফরমান আলীর মেয়ে এবং কলাবাগান এলাকার সিফাতের স্ত্রী। মাত্র চার মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে কলহ চলছিল সুমাইয়ার। সেই কলহের জের ধরেই তিনি বসতঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগ, সুমাইয়াকে হত্যা করে তার মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সুমাইয়ার মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই শ্বশুরবাড়ির লোকজন মরদেহ নিচে নামিয়ে ফেলেন।

সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, ঘটনাস্থল থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Back to top button