sliderস্থানীয়

সিঙ্গাইরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে অনুষ্ঠিত হলো বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চান্দহর কূলে উপজেলা প্রশাসন এ নৌকা বাইচের আয়োজন করে।

নৌকা বাইচে উৎসবমুখর পরিবেশে ১৫টি নৌকা অংশগ্রহণ করে। তবে চূড়ান্ত পর্বে প্রথম হয় হাতনিরাজ ও দ্বিতীয় হয় সোনারতরী নৌকা। নৌকাবাইচ দেখতে নারী-পুরুষ ও শিশুসহ লক্ষাধিক মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নানের সভাপতিত্বে নৌকা বাইচে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেহেনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ প্রমুখ।
এসময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান, সহকারি কমিশনার(ভূমি) আব্দুল কাইয়ুম খান, থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিন প্রধান অতিথি মোঃ সাবিরুল ইসলাম চান্দহর কূলে নির্মিত পাকা ঘাটলা উদ্বোধন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button