সিকিমে ২টি ভারতীয় সেনা বাঙ্কার ধ্বংস করে দিল চীন

ভারতীয় ভূখণ্ডে ফের হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতীয় পক্ষ। খবরে প্রকাশ, সিকিমে ভারত-চীন সীমান্তে ফের সংঘাত বাঁধে দুদেশের সেনার মধ্যে। অভিযোগ, ভারতীয় ভূখণ্ডে ঢুকে দুটি বাঙ্কার ধ্বংস করেছে চীনা সেনাবাহিনী।
সরকারি সূত্রে জানা গেছে, গত ১০ দিন ধরেই সিকিমের ডোকা লা জেনারেল এরিয়ায় দুদেশের সেনাবাহিনীর মধ্যে চাপানউতোরের সৃষ্টি হয়েছে। এর জেরে কৈলাশ মানস সরোবরের উদ্দেশে রওনা দেয়া একদল ভারতীয় তীর্থযাত্রীকে সীমান্তে আটকে দেয় চিন।
ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, এদেশের ভূখণ্ডের মধ্যে চীনা সেনার আগ্রাসন রুখতে বেশ বেগ পেতে হয় ভারতীয় সেনাবাহিনীকে। অভিযোগ, ভারতীয় ভূখণ্ডে ঢুকে ডোকা লা-র লাল্টেন অঞ্চলে ভারতীয় নিরাপত্তাবাহিনীর দুটি বাঙ্কার ধ্বংস করে চীনা সেনা।
জানা গিয়েছে, শুধু ওই বাঙ্কার ধ্বংস করেই ক্ষান্ত হয়নি চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জওয়ানরা। তারা ভারতীয় ভূখণ্ডের আরও ভেতরে প্রবেশ করতে গেলে রুখে দাঁড়ায় ভারতীয় বাহিনী।
লাইন অফ অ্যাকচ্যুয়াল কন্ট্রোল (এলএসি)-তে মানবপ্রাচীর গড়তে হয় ফৌজকে। এরপরই সরকারি স্তরে অভিযোগ জানায় ভারত। গত ২০ তারিখ দুদেশের শীর্ষ সেনা কর্মকর্তারা বৈঠক করেন।
তারপর থেকে আর কোনো চীনা হামলার ঘটনা না ঘটলেও, গোটা এলাকায় চাপানউতোর বজায় রয়েছে। সিকিম-ভূটান-তিব্বত সীমান্তে এমন ঘটনা এই প্রথম নয়।
২০০৮ সালের নভেম্বর মাসেও ডোকা লা-তে ভারতীয় সেনার বাঙ্কার ধ্বংস করেছিল চীনা সেনা। সেই সময় দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল।