নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ৫ জন সফল নারীকে জয়ীতা পুরস্কার প্রদানকরা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে জয়ীতাদের সনদ ও ক্রেস্ট বিতরন করা হয়। জাতীয় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে ৫ জন নারীকে এ পুরস্কার তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি শামিমা হক রোজি, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল লতিফ। অনুষ্ঠানে সফল জননী রিজিয়া বেগম, সফল উদ্দোক্তা ইসমেআরা রাওমান, সফল নারী সমাজসেবক খাদিজা খাতুন, প্রতিবাদী নারী হালিমা খাতুন ও শিক্ষায় আম্বিয়া খাতুন কে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।