নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ৩ গুদামে প্রায় এক হাজার মেট্রিকটন ধান অবৈধ মজুদ রাখার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১লা মে) দুপুর ১টায় উপজেলার কলম বাজারে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কলম বাজারে মেসার্স এন মানী এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী শ্রী নিরেন্দ্রনাথ মানী তাঁর ৩টি গুদামে অবৈধভাবে প্রায় এক হাজার মেট্রিকটন ধান মজুদ রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করতে চেয়েছিলেন। এ অপরাধে ১৯৫৬ সালের আইন অনুযায়ী ৩নং ধারা মোতাবেক দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং আগামী ৩ দিনের মধ্যে মজুতকৃত পণ্য বিক্রি করার আদেশ দেয়া হয়। শ্রী নিরেন্দ্রনাথ মানী কলম বাজারের মৃত হারান চন্দ্র মানী’র পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বুধবার দুপুরে এ আদালত পরিচালনা করেন এসিল্যান্ড।
এসময় উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, নাটোর সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান শিকদার প্রমুখ।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান বলেন, সারাদেশে অভিযানের অংশ হিসেবে সিংড়া উপজেলায় এ অভিযান পরিচালনা করেছি। অবৈধ মজুতকৃত প্রতিটি গুদামে অভিযান করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড।