sliderস্থানীয়

সিংড়ায় ২০ কেজি ওজনের গঙ্গা কাছিম উদ্ধার করল পরিবেশ কর্মীরা

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ২০ কেজি ওজনের একটি গঙ্গা কাছিম উদ্ধার করেছেন পরিবেশ কর্মীরা। বৃহ¯পতিবার দুপুর ১টায় স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচির্ত্য রক্ষা কমিটির সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম ও সহ-সভাপতি হাসান ইমামের নেতৃত্বে ঘন্টাব্যাপি চলনবিলের ডাহিয়া এলাকায় অভিযান চালিয়ে এই বিরল প্রজাতির কাছিমটি উদ্ধার করা হয়।
চলনবিল জীববৈচির্ত্য রক্ষা কমিটির সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম জানান, বুধবার চলনবিলের ডাহিয়া এলাকার একটি বানার ফাঁদে ২০ কেজি ওজনের কাছিমটি পায় স্থানীয় মৎস্যজীবি সুজা ও সামাউল ইসলাম। পরে সেটিকে কুড়ি হাজার টাকায় কিনে নেন স্থানীয় সেলুন ব্যবসায়ী (ক্ষুরকার) শ্রী সুবেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে সমালোচনা শুরু হলে কাছিমটি ফেরত দেওয়া হয়। পরে বৃহ¯পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ঘন্টাব্যাপি ডাহিয়া এলাকায় অভিযান চালিয়ে কাছিমটিকে উদ্ধার করা হয়। আর এই উদ্ধার কাজে সহযোগিতা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পরিবেশ কর্মী সজিব ইসলাম জুয়েল, স্থানীয়ইউপি সদস্য রুবেল হোসাইন সহ এলাকাবাসী। আর এই কাছিমটিকে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বিভাগীয় কর্মকর্তার কাছে হস্তাšর করা হবে।
এবিষয়ে বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় এটিকে সংরক্ষণ করা দরকার। যদি এটি হারিয়ে যায় তবে ইকোসিস্টেম ভারসাম্য নষ্ট হবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button