sliderস্থানীয়

সিংড়ায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় সাবেক সেনাসদস্য নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় কলম ইউনিয়নের জগৎপুর গ্রামে টাক্টরের ধাক্বায় মোঃ নজরুল ইসলাম (৫০) গুরুতর আহত হয়ে বগুড়া (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। শনিবার সকাল আনুমানিক ৮:৩০ ঘটিকায় সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম জরুরী প্রয়োজনে বাজার যাচ্ছিলেন। রাস্তা কাছে হওয়ায় পায়ে হেটে যাওয়ার সময় সামনে থেকে পুকুর থেকে মাটি বহনকারী ট্রাক্টর তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। নিহত নজরুল জগপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে পরিবারের সহযোগিতায় চিকিৎসার জন্য বগুড়া (সিএমএইচ) হাসপাতালে প্রেরন করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২:৩০ মিনিটে তিনি মৃত্যু বরন করেন।
কলম ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল হক ঘটনাটি নিশ্চিত করে বলেন, আমার ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ মকুল আলী দীর্ঘদিন যাবত তার এক্সভেটর দিয়ে এলাকায় পুকুর খনন করে আসছিলেন আমি তাকে বারবার মানা করেছি কিন্তু সে আমার কথার তোয়াক্কা না করে গায়ের জোরে পুকুর খনন করে মাটি বিক্রির ব্যবসা করে আসছিলেন। আমি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button