নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ভুটভটি ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সিংড়া উপজেলার ১ নং সুকাশ ইউনিয়নের দুর্গাপুর- রানীরহাট সড়কের কড়ইতলা ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে চান্দাইকোনগামী একটি গরু ভর্তি নসিমন গাড়ির সাথে দুর্গাপুরগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে মোটরসাইকেল আরোহী মোয়াজ্জেম আলী (৩২) ঘটনাস্থলেই মারা যান। নিহত মোয়াজ্জেম শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পাঁচদেউলি গ্রামের বাসিন্দা। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত ভটভটি এবং ভিকটিম উভয় বগুড়া জেলার শেরপুর থানায় হওয়ায় দ্রুত ঘটনাস্থল থেকে ভিকটিমকে এবং ভটভটিকে তারা সরিয়ে নেয়।